ট্রেনিংয়ে হাস্যোজ্জ্বল মেসি, খেলবেন প্রথম ম্যাচে?

ছবি- সংগৃহীত।

আমেরিকান ক্লাব ফুটবলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জমকালো আয়োজনে তাকে বরণ করে নিয়েছে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। তার সঙ্গে দলটিতে যুক্ত হয়েছেন দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ ও বন্ধু সার্জিও বুসকেটস। অভিষেক ম্যাচের আগে দলীয় ট্রেনিংয়ে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা গেছে। আগামী শুক্রবার (২১ জুলাই) ক্রুস আজুলের বিপক্ষের ম্যাচে অভিষেক হতে পারে তাদের, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়!

এর আগে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরুর আগে নতুন ক্লাব সমর্থকদের ধন্যবাদ এবং শুক্রবারের আমন্ত্রণ জানিয়েছিলেন মেসি। ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লিখেছেন, ‘গতকালের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। অনুষ্ঠানের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল, সেটা একটু পাল্টে দিয়েছে বৃষ্টি। কিন্তু এরপরও সবকিছু দারুণ ছিল। যারা এসেছিলেন, সবাইকে ধন্যবাদ। শুক্রবার আবার দেখা হবে।’

আরো পড়ুন :

> বিদ্যালয়ের মালপত্র বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ
> বিয়ে নিয়ে মুখ খুললেন তাপসী

ইউরোপীয় পাট চুকিয়ে সাবেক এই পিএসজি তারকার নতুন যাত্রা শুরু হলো। এখন শুধু তার মাঠে নামার অপেক্ষা। বুসকেটস ও নতুন সতীর্থদের সঙ্গে এর আগে ট্রেনিংয়ে ঘাম ঝরিয়েছেন মেসি। ওই সময় তাদের পাশে বসেই পুরো মনোযোগ রেখেছিলেন মায়ামির মালিক ও সাবেক ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহাম। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে শুক্রবারের ম্যাচের কিছু অংশে তিনি দেখতে চান বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যম ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বেকহাম বলেছেন, ‘আমরা জানি না ম্যাচের শুরু থেকেই লিও (মেসি) থাকবে কিনা। আমি মনে করি সবকিছুর আগে প্রয়োজন তার পুরোপুরি প্রস্তুত থাকা। এক সপ্তাহ আগে সে মায়ামিতে পা রেখেছে। এরপর অবশ্য ট্রেনিংয়ে কঠোর মনোযোগী ছিল সে, তাকে খুব দারুণ দেখাচ্ছিল। তাই আমি মনে করি লিও এবং কোচ (টাটা মার্টিনো) সিদ্ধান্ত নেবেন, আগামী ম্যাচে সে কতক্ষণ খেলবে।’

এমএলএসের তলানিতে থাকা মায়ামি সর্বশেষ ১১ ম্যাচে টানা পরাজয়ের মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের ২৯ ক্লাবের মাঝে সবার শেষেই আছে মেসির নতুন ক্লাব। লিগে ২২ ম্যাচের মধ্যে জয় পেয়েছে মাত্র ৫টিতে। বিপরীতে ড্র করেছে ৩টি। এরই মাঝে তারা চ্যাম্পিয়নশিপ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। তবে আগামী ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বেকহাম, ‘বর্তমানে এখানকার পরিস্থিতি অবিশ্বাস্য (চমৎকার অর্থে) এবং আশা করি আমরাই জিতব।’

মেসির অভিষেক ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে। আর এরই সুযোগ নিচ্ছে তার ক্লাব ইন্টার মায়ামি। আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট। টিকিট বিক্রয় সংস্থা ভিভিড টিকিটস জানিয়েছে, ক্রুজ আজুলের বিপক্ষে মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে হচ্ছে এক লাখ ১০ হাজার ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। তবে এই মূল্যে যারা টিকিট কিনবেন, তারা ভিআইপি আসনে বসে মেসির খেলা দেখার সুযোগ পাবেন।

শুধু ম্যাচ টিকিটের দামই নয়, মেসিকে কেন্দ্র করে নিজেদের জার্সির দামও বাড়িয়েছে মায়ামি। মেসির নাম সম্বলিত প্রতিটি জার্সি এখন বিক্রি হচ্ছে ২০০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকার কাছাকাছি। অবশ্য এসব করেও দমিয়ে রাখা যাচ্ছে না মেসি ভক্তদের উৎসাহ। আর্জেন্টাইন অধিনায়কের জার্সি বর্তমানে ফ্লোরিডায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আর ম্যাচ টিকিটের বিক্রিও বেড়েছে বহুগুণে।

জুলাই ১৯, ২০২৩ at ১১:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর