ছোটদের হাত ধরে আক্ষেপ মেটালো ইংল্যান্ড

ছবি- সংগৃহীত।

২০২১ সালের ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইউরোর ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেন ইংল্যান্ড। সেবার ইংলিশদের হারিয়ে শিরোপা ঘরে তোলে আজ্জুরি হিসেবে পরিচিতি ইতালিয়ানরা। দুই বছর আগে বড়রা হতাশ করলেও এবার ছোটদের হাত ধরে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে আক্ষেপ মেটালো ইংল্যান্ড।

অনূর্ধ্ব ২১ ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনকে ১-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ইংলিশদের হয়ে জয়সূচক গোলটা করেন কার্টিস জোন্স। এটা প্রতিযোগিতায় ইংল্যান্ডের তৃতীয় শিরোপা। এর আগে ১৯৮২ সালের প্রথমবারের মতো ছোটদের ইউরোতে চ্যাম্পিয়ন হয় দলটি। ১৯৮৪ সালে দ্বিতীয় ইউরো জেতে ইংল্যান্ড।

আরো পড়ুন :

> আ.লীগের সব গণমুখী কাজ বন্ধ করে দিয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী
> নিবন্ধন ঝুঁকিতে গণঅধিকার পরিষদ

টুর্নামেন্টজুড়ে দাপুটে ফুটবল উপহার দিয়েছে স্পেন। ফাইনালের আগ পর্যন্ত ১৩ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে স্প্যানিশরা। শিরোপা নির্ধারণী ম্যাচেও আধিপত্য দেখিয়েছে স্পেন। ম্যাচ জুড়ে ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের পোস্টে শট নেয় ২১টি। এর মধ্যে একটি লক্ষ্যে ছিল। দাপট দেখালেও কাঙ্ক্ষিত গোল আদায় করে নিতে পারেনি দলটি।

বিপরীতে স্পেনের সামনে অসহায় থাকলেও সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করেছে ইংল্যান্ড। জোন্স একমাত্র গোলটা করলেও এই জয়ের সবচেয়ে বেশি অবদান গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের। ম্যাচের ৯৯ মিনিটে পেনাল্টি পায় স্পেন। আবেল রুইজের করা স্পট কিক ঠেকিয়ে দেন ট্রাফোর্ড। অন্যথায় রুইজ লক্ষ্যভেদ করতে পারলে অতিরিক্ত সময়ে গড়াতো ম্যাচ।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালের শেষদিকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় দলের একজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি।

ফাইনাল জেতার পাশাপাশি একটা রেকর্ড গড়েছে ইংল্যান্ড। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসেবে ছয় ম্যাচে জাল অক্ষত রেখেছে ইংলিশরা।

জুলাই ০৯, ২০২৩ at ১২:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর