সাজাপ্রাপ্ত আসামী আটক র‌্যাব-১৫ কর্তৃক

কক্সবাজারের টেকনাফ থানাধীন ওয়াব্রাং এলাকা হতে আত্মগোপনে থাকা ১০ মাসের সাজাপ্রাপ্ত একজন আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

গত ১জুলাই, রাত ১১টায় সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকা হতে আত্মগোপনে থাকা আসামী হাবিব উল্লাহ (৩৯)কে আটক করে।
> বাইডেনের বিরুদ্ধে বাংলাদেশ প্রসঙ্গে মামলা
> ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এল ৬০ টন কাঁচা মরিচ

আটকৃতের পরিচয়ে জানা যায়,সে ১০মাসের সাজাপ্রাপ্ত আসামী হাবিব উল্লাহ (৩৯),পিতা-মকবুল আহম্মদ,স্থায়ী ঠিকানাঃ সাং-নোয়াখালীপাড়া, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার ও বর্তমান ঠিকানা. মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব পাশে হাবিব উল্লাহর বাড়ি,হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার জেলার বাসিন্দা।

র‌্যাবের আভিযানিক দল কর্তৃক ধৃত সাজাপ্রাপ্ত আসামী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলী পন্থা অবলম্বন করে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে জানা যায়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিআর নং-৩২৮/১৮, প্রসেস নং-১১৭/২২, এনআই অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার সাজা পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন,অধিনায়কের পক্ষে মো. আবু সালাম চৌধুরী, অতি. পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)।

জুলাই ০৩, ২০২৩ at ১০:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর