মদন পৌরসভার বাজেট ঘোষণা

নতুন করারোপ ছাড়াই নেত্রকোনার মদন পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৫ জুন) পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ।

ঘোষিত বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে বেশি ব্যয় দেখানো হয়েছে। বাজেটের পরিমাণ ছিল ১১ কোটি ৫৭ লাখ ৯ হাজার ১৬ টাকা।

আরো পড়ুন :

> পাঁচবিবিতে বটির উপর পড়ে শিশুর মৃত্যু
> ২০ দিন পর জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পায়রার বিদ্যুৎ

ব্যয় দেখানো হয়েছে ১১ কোটি ৪০ লাখ টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ১৭ লাখ ৯ হাজার ১৬ টাকা। নান্দনিক পৌরসভা গড়ার লক্ষে এবারের বাজেটে বনায়ন, ময়লা আর্বজনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরশন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।

বাজেট ঘোষণার সময় পৌর সচিব জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন, মদন জোবাইদা রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, সিনিয়র সাংবাদিক মোতাহার আলম চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাংবাদিক হানিফ উল্লাহ আকাশ, তোফাজ্জল হোসেন, আব্দুল আওয়াল পলাশ, নূরুল আলম কামাল, ফয়েজ আহমেদ হৃদয়সহ কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জুন ২৫, ২০২৩ at ১৭:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর