মদনে ব্যবসায়ী সুমনের দোকান পুড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার মদনে সংখ্যালঘু প্রতিবন্ধী মদন বাজারের ব্যবসায়ী সুমন চন্দ্র দে এর দোকান পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন মদন বাজারের বণিক সমিতি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন বাজার বণিক সমিতির আহবায়ক ও পৌর মেয়র মো. সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর ও বণিক সমিতির সদস্য প্রার্থনাথ বৈশ্য, মো. মুকুল ইসলাম, ঝলমল দাস, পৌর আ’লীগের সভাপতি সুরজিত বৈশ্য, মদন বাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরী, সংগ্রাম, সাবেক ছাত্রলীগ নেতা জসিম আকন্দ, পল্লী চিকিৎসক আল আমিন প্রমূখ। দোষীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত বিচারের আওতায় নিয়ে শাস্তির নিশ্চিতসহ সুমনের ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা।

আরো পড়ুন :

> ক্রিস্টাল মেথসহ ২কারবারী আটক-র‌্যাব-৭
> শার্শায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত‍্যু

দোকানের পাওনা টাকা চাওয়ায় গত (১৫ জুন) বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবন্ধীর সুমনের দোকান পুড়িয়ে দেয় কুলিয়াটি গ্রামের পুলিশের সোর্স নামে পরিচিত আল আমিনের ছেলে আপন মিয়া। এতে সুমনের প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার পরদিন সুমন বাদী হয়ে আল আমিন ও আপন নামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে নেত্রকোনা জেল হাজতে পাঠায়। আগুন লাগানোর সময় আপন নিজেই অগ্নিদগ্ধ হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘অগ্নিসংযোগের মামলায় আল আমিনকে গ্রেপ্তার করে নেত্রকোনা জেল হাজতে পাঠানো হয়েছে৷ অপর আসামি আপন অগ্নিদগ্ধ হওয়ায় সে চিকিৎসাধীন। তবে তার ওপর পুলিশের নজর রয়েছে।

জুন ২০, ২০২৩ at ১৬:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর