বিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন: কাদের

ছবি- সংগৃহীত।

বিএনপির নিজের দলের ওপরই নিয়ন্ত্রণ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা কি করে দেশ চালাবে।

মির্জা ফখরুল যতই রক্তচক্ষু দেখাক না কেন, বিএনপির অনেকে নেতাই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই তারা আবোল-তাবোল বকছেন।

আরো পড়ুন :

> রাজাপুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলায় যুবক গ্রেফতার
> চিনি ও পেঁয়াজে কাটেনি অস্থিরতা

ওবায়দুল কাদের বলেন, যারা লুট করে হাওয়া ভবন তৈরি করেছে। যারা বঙ্গবন্ধুসহ চার নেতাকে হত্যা করেছে, গ্রেনেড হামলা করেছে। যারা ভুয়া ভোটার তৈরি করেছে, দুর্নীতিতে পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন করেছে- তারাই হলো বিএনপি। আর তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া যাবে না। কারণ তারা ক্ষমতায় থাকতে গনতন্ত্রকে গিলে খেয়েছে আবারও ক্ষমতায় গেলে এবার দেশটাই গিলে খাবে। তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়।

তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিদেশে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। এই লবিস্ট নিয়োগের এত টাকা তারা পায় কোথায়? সেটাই আমার প্রশ্ন। তিনি বলেন, কারো নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন বন্ধ হবে না। বাংলাদেশে গনতান্ত্রিকভাবেই নির্বাচন হবে।

বিএনপির আন্দোলণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেসামাল হয়ে পদযাত্রা করছে। এপদ যাত্রাই তাদের পতন যাত্রা হবে।

জুন ১৬, ২০২৩ at ২০:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর