আমাকে ১০ বছর কারাগারে রাখার পরিকল্পনা করেছিলো

ছবি- সংগৃহীত।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে দশ বছর কারাগারে রাখার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

সোমবার (১৫ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ইমরানের এক টুইট বার্তার বরাত দিয়ে জানিয়েছে, এ পরিকল্পনার নাম লন্ডন প্ল্যান।

টুইট বার্তায় ইমরান আরো জানান, এ পরিকল্পনায় তাকে অপমান করার জন্য তার স্ত্রী বুশরা বিবিকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, লন্ডন প্ল্যানের পূর্ণাঙ্গ চিত্র সম্পর্কে এখন জানা গেলো। আমি যখন কারাগারে ছিলাম, তারা তখন সহিংসতার অজুহাত তুলে একইসঙ্গে বিচারক, জুরি ও রায় বাস্তবায়নকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পরবর্তী পরিকল্পনা হচ্ছে বুশরা বেগমকে জেলে পাঠিয়ে আমাকে অপমান করা এবং রাষ্ট্রদোহিতা আইন প্রয়োগ করে আমাকে আগামী ১০ বছর কারাগারের ভেতরে রাখা।

মে  ১৫, ২০২৩ at ১৭:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর