জামিন পেতে ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

ছবি- সংগৃহীত।

পুলিশ হেফাজতে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন। সেখানে তিনি আল কাদির ট্রাস্ট মামলায় ফের জামিন আবেদন করবেন।

হাইকোর্ট চত্বর থেকে তার গ্রেপ্তারকে সুপ্রিমকোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পর জামিন পেতে আবারও আদালতে যান তিনি। ইমরান খান সেখানে উপস্থিত হলে স্লোগান দিয়ে তাকে অভিনন্দন জানান আইনজীবীরা।

আইএইচসি প্রাঙ্গণ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর গ্রেপ্তারকে সুপ্রিমকোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পর সেখানে গেলেন তিনি।

কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান তিনি। পুলিশ ও রেঞ্জার্স ফোর্সের সদস্যদের আদালতে মোতায়েন করা হয়েছে এবং আদালতের গেটের সামনে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

মে  ১২, ২০২৩ at ১৫:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর