দ্রুততম ফিফটির রেকর্ড আইপিএলে জয়সওয়ালের

ছবি- সংগৃহীত।

আইপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের যশ্বসি জয়সওয়াল। মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আগে রেকর্ডটি দখলে ছিল প্যাট কামিন্স ও লোকেশ রাহুলের।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েন জয়সওয়াল। তিনি ইনিংসের শুরুটাই করেন ছক্কা হাঁকিয়ে। নিতীশ রানার পরের বলেও ছয় রান তুলেন তিনি। পরের দুই বলে টানা দুটি চার হাঁকান উদীয়মান এই তারকা। এরপরের বলে দৌঁড়ে ২ রান নেন। শেষ বলে আবার চার হাঁকান তিনি। তাতে প্রথম ওভারেই রাজস্থান তুলে ২৬ রান। ইনিংসের তৃতীয় ওভারে গিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ হয় জয়সওয়ালের। খবর এনডিটিভির।

জয়সওয়ালের আগে ১৪ বলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি নিজের নামে লিখিয়েছিলেন রাহুল। ২০২২ সালে ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন প্যাট কামিন্সও। জয়সওয়ালের রেকর্ডের ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে কলকাতা তুলেছে ১৪৯ রান। জয়ের জন্য ১৫০ রান করতে হবে রাজস্থানকে।

মে  ১২, ২০২৩ at ১০:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর