ঝিনাইদহ জেলা বিএনপির মহান মে দিবস উপলক্ষে র‍্যালিতে পুলিশের বাঁধা

ঝিনাইদহ জেলা বিএনপির ও জেলা শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক বর্নাডো র‍্যলির আয়োজন করা হয়। স্থানীয় ঝিনাইদহ ওয়াজির আলী হাই স্কুলের মাঠ থেকে সকাল ১১ টার সময় মে দিবসের র‍্যালি শুরু হয়। র‍্যালিটি পুরাতন ডিসি কোর্ট পেরিয়ে ঝিনাইদহ সদর থানার সামনে পৌঁছালে পুলিশের বাঁধার সম্মুখীন হন।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এমএ মজিদ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। এবং এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপির নেতাদের বাকবিতন্ড শুরু হয়। বিএনপির নেতারা মিছিলটি সামনের দিকে এগুতে থাকলে পুলিশ বাঁধা দেন। এক পর্যায়ে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ মিছিলটি ঘুরিয়ে নিয়ে ঝিনাইদহ মডার্ন মোড়ে গিয়ে শেষ করেন।

আরো পড়ুন :
> ছুটির দিনে বিনোদনের আরেক মাধ্যম মেট্রো রেল
> বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে

মিছিলের উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ আঃ মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সহ সভাপতি ও থানা বিএনপির সভাপতি এ্যাড কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কার, সাধারণ সম্পাদক টোকন জর্দার, পৌর বিএনপির সভাপতি শামসুজ্জামান লাকি, সাধারন সম্পাদক মাহাবুর রহমান শেখর, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান ইপিআর, জেলা জাসাস এর আহবায়ক এম এ কবির, জেলা জাসাস এর সদস্য সচিব ও জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন, জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিল পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মুস্তাফিজুর রহমান খোকন, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমন, জেলা জিয়া পরিষদের সভাপতি কামাল হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক সাঈদুর রহমান, সহ দপ্তর সম্পাদক শাহিন খান সহ আরে অনেক।

মডার্ন মোডে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন দেশে আজ এক দলীয় শাসন ব্যবস্থা চলছে। বিএনপিকে শান্তিপুর্ন ভাবে মিছিল করতে দেয়া হচ্ছে না। আজকে শান্তিপুর্ন মিছিলে পুলিশের বাঁধা দেয়া হয়েছে।
পুলিশের বাঁধা। উপেক্ষা করে আজ আমরা এখানে মডার্ন মোড়ে সমাবেশ শেষ করতে হচ্ছে।

মে  ০১, ২০২৩ at ১৬:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কালি/ইর