নড়াইলে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা,নারীসহ আহত ৬ মটর সাইকেল ছিনতাই

ছবি- সংগৃহীত।

নড়াইলের কালিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করার কারনে হামলায় আহত হয়েছেন নারীসহ ৬ জন। হামলা কারিরা সোনার চেইন,আংটি, মোবাইল ও মটরসাইকেল ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। আহতরা নড়াইল সদও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে। আহতরা হলেন ,মোছা. তারা বেগম (৬০),নাজমিন বেগম (২০),ইয়ামিন বিশ্বাস (৩০),ফয়সাল বিশ্বাস (২১),ইয়াসিন বিশ্বাস (৩০) ওসাকিল বিশ্বাস (২০)।

আরো পড়ুন :
> যশোরে কুখ্যাত চোর রাশেদকে বিপুল পরিমাণ মালামালসহ আটক
> যশোরের শার্শায় অর্ধকোটি টাকা মুল্যের ৭৮কেজি গাঁজা উদ্ধার

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে ,শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে যাদবপুর গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে সাকিল বিশ্বাস তার ভাই সবুজ বিশ্বাসের মটরসাইকেল চালিয়ে যাওয়র সময়একই গ্রামের মৃত রসুল শেখের ছেলে লাকিবুর শেখ (৪৫) তাকে থামিয়ে হর্ন বাজাসনি কেন বলে মারধর শুরু করেন। এসময় সাকিল বিশ্বাসের চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তারাও হামলার স্বীকারহন। এক পর্যায়ে লাকিবুর শেখের সাথে তার বংশের ১০/১২ যোগ দিয়ে সাকিল বিশ্বাসের পরিবারে লোকদের ওপর হামলা চালায়। হামলায় মোছা. তারা বেগম (৬০) সহ ৬জন গুরুতর আহত হয়েছেন।

আহত মো. ইয়াসিন বিশ্বাসের লেন, আমাদেও বিশ্বাসের বংশের মেয়ে ও মহিলাদেও আসা যাওয়ার সময় প্রতিবেশি শেখ  বংশের লোক জনেরা প্রায়ই উত্ত্যক্ত করে। আমরা এর প্রতিবাদ করলেই মারধর শুরু করে। মহিলাদের ও মারধ রকরে। গতকালও একই কারনে এ হামলার ঘটনা ঘটেছে। আমার শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতলে যাওয়ার পথে তাদেরকেও মারধর করেছে। এ সময় হামলা কারিরা সোনার চেইন, আংটি, মোবাইল ও মটরসাইকেল (পালচার) ছিনিয়েনিয়ে গেছে।

নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামিমুর রহমানবলেন, রোগিদেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোছা. তারা বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথা কেটে যাওয়ায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে। মাথায় আঘাতে রজন্য এক্সরে ওঅন্যান্য পরীক্ষা করতে দেওয়া হয়েছে।রিপোর্ট পেলে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

কালিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. জামাল বলেন, এটা যাদবপুর গ্রামের বিশ্বাস ও শেখ বংশের অভ্যন্তরীণ গোলযোগ। আমরা খবর পেয়েই এলাকায় পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এপ্রিল ২৯, ২০২৩ at ১৬:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর