বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ চট্টগ্রামে নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-সিএনজির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

আরো পড়ুন :
> যশোরে স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে স্বামী খুন
> মারা গেছেন যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়া একটি বাস বিপরীতদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন মারা যায় । এ সময় বাসের চালক মো: জাকির হোসেনকে (৩৬) স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেন । বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে এসেছিল। ফেরার পথে আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসচালক নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বাস ও সিএনজি অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে । অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যদিকে আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ।

আহত ও নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন । পুলিশ গাড়ি দুইটি জব্দ করেছে বলে জানান তিনি ।

এপ্রিল ১৩, ২০২৩ at ১২:5৬:০০ (GMT+06)
দেশদর্পণ/ আক/দেপ্র/ ইর