যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় নিহত ৬

ছবি- সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক স্কুলে ২৮ বছর বয়সী নারীর বন্দুক হামলায় ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সকালে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের দ্য কভেনেন্ট স্কুলে হামলা চালায়। মারা যাওয়া ৬ জন হলেন- এভলিন ডিকহাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুন্স (৬০) ও মাইক হিল (৬১)। প্রাণহানীর এ ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

কংগ্রেসের এক জরুরি বৈঠকে জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখার আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। পাশাপাশি, আবারো যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বন্ধে অস্ত্র আইন জোরদার করার তাগিদ দেন তিনি।

আরো পড়ুন :
> সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত
> কালীগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে পাঁচ মাস ধরে নিজের মেয়েকেই ধর্ষণ করছে বাবা

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই নারীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ। ওই নারী স্কুলের লবির মতো স্থানে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হয়। ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।

মার্চ ২৮, ২০২৩ at ১০:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এটি/সুরা