কুবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে প্রতীকী মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চোখে লাল ফিতা বেঁধে প্রতীকী মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৯ মার্চ) রাত ৮ টায় রুটিন আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীদের মিছিলটি প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিকেল সাড়ে ৩টায় পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।

পাঁচ দফা দাবিতে, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে প্রত্যাহার করে প্রক্টরের দায়িত্ব পালনে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষার্থীবান্ধব শিক্ষককে প্রক্টর নিয়োগ, অমানবিক ও নৃশংস ঘটনার সাথে সম্পৃক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার, অছাত্র, বহিরাগত এবং একাধিক মামলার চিহ্নিত সন্ত্রাসীদের রাজনৈতিক উদ্দেশ্যে হলে ওঠানো নিষিদ্ধ, হামলায় আহত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্বাভাবিক শিক্ষা জীবন নিশ্চিত এবং ক্যাম্পাসের সকল সদস্যদের ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।