তালায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

“ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।

সোমবার (২৭ ফেব্রয়ারী) সকালে উপজেলার মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:
>বর্তমান আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন অব্যাহত রয়েছে: নাসির উদ্দিন এমপি
>ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক

সহকারী কৃষি কর্মকর্তা শুভ্রাংশু হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস প্রমুখ। কৃষি প্রযুক্তি মেলায় তালা উপজেলা বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ,ইউ পি চেয়ারম্যানসহ উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।মেলায় বিভিন্ন প্রদর্শনী স্টল শোভা পাচ্ছে।

ফেব্রুয়ারি ২৭,২০২৩ at ১৮:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেসা/এসআর