ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ছবি- সংগৃহীত।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, তুরস্কের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর মালাতিয়ায় এ ভূমিকম্প আঘাত হানে। খবর আল আরাবিয়া নিউজের।

এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে। যদিও প্রাথমিকভাবে ইএমএসসি এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ ছিল বলে জানিয়েছিল। পরবর্তীতে তা সংশোধন করে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন:
> পাবনার বেড়ায় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনাসভা
> চিলমারীতে ইউপি চেয়ারম্যান সদস্য ও সচিবদের মাঝে প্রশিক্ষণের সনদ প্রদান

ফেব্রুয়ারি ২৭,২০২৩ at ১৮:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/এসআর