‘এটা কি পর্নোগ্রাফি?’ বউয়ের ছবি দিয়ে মাস্ককে প্রশ্ন স্নোডেনের

ছবি- সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি থেকে ‘হাইলি ক্লাসিফায়েড’ তথ্য ফাঁস করে ২০১৩ সালে সারা বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন এডওয়ার্ড স্নোডেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার তার স্ত্রী লিন্ডসে মিলের অ্যাকাউন্ট ব্লক করায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

এডওয়ার্ড স্নোডেন জানান, তার স্ত্রী লিন্ডসে মিল তাদের শিশুকে কোলে নিয়ে একটি নগ্ন ছবি পোস্ট করেছিলেন। ছবিটি অনেক আগে আপলোড করা হলেও এই ছবির কারণেই সম্প্রতি তার স্ত্রীর টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে বলে এক টুইটে অভিযোগ করেন স্নোডেন।

আরো পড়ুন:
>যুদ্ধাপরাধ : ময়মনসিংহের ত্রিশালের পাঁচজনের রায়
>রাতে ঘুমানোর আগে যেসব খাবার খাবেন না

এ বিষয়ে সরাসরি টুইটার সংস্থার বর্তমান মালিক ইলন মাস্কের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন স্নোডেন। মাস্কের উদ্দেশ্যে টুইটে তার প্রশ্ন, ‘ইলন মাস্ক, এটা কি আপনার পর্নোগ্রাফি বলে মনে হচ্ছে? হলমার্ক কার্ডে থাকতে পারে এমন ছবিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করার কোনো যন্ত্র যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে সেই যন্ত্রের অ্যালগরিদম ফিরিয়ে নেওয়ার সময় এসেছে। এটা আমার ব্যক্তিগত মতামত।

ফেব্রুয়ারি ২০.২০২৩ at ১১:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর