এক যুগ পর কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল

কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। যুব কোপা আমেরিকা হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের রুদ্ধশাস ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। এতে রেকর্ডময় ১২তম বারের মতো শিরোপার ট্রফি ব্রাজিলের ঘরে উঠল।

সবশেষ ২০১১ যুব কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। সেবার নেইমার জুনিয়রের হাত ধরে এই কৃতিত্ব অর্জন করেছিল ব্রাজিল। এবার ঠিক এক যুগ পর একই প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো ভিটর রোকে-আন্দ্রে সান্তোসরা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে শিরোপা জিততে হলে এই ম্যাচে জিততেই হত ব্রাজিলের, তবে ড্র হলে ট্রফি উঠত উরুগুয়ের হাতে। এমন সব পরিসংখ্যান নিয়ে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিলের যুবারা।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য উরুগুয়ের প্রয়োজন ছিল শুধু হার এড়ানো। আর সেলেসাওদের জয়ের কোনো বিকল্পই ছিল না। এমন সমীকরণের ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত ব্রাজিলকে নিজেদের রক্ষণ দেয়ালে আটকে রেখেছিল উরুগুয়ে। আর কয়েক মিনিট পরই হতো লুইস সুয়ারেজের উত্তরসূরিরা উদ্‌যাপন করবে নিজেদের নবম চ্যাম্পিয়নশিপ শিরোপা।

কিন্তু তখনই হঠাৎ ব্রাজিলিয়ানদের ত্রাণকর্তার ভূমিকায় চেলসিতে খেলা ১৮ বছর বয়সি মিডফিল্ডার সান্তোস। বাঁ প্রান্ত থেকে কাইকি ব্রুনোর পাঠানো ক্রস ডি-বক্সের ভেতরে থাকা সান্তোস নিখুঁত হেডে জালে জড়ান। উৎসবে মেতে ওঠে ব্রাজিল শিবির। সে উৎসব আনন্দ যোগ করা সময়ে দ্বিগুণ করেন পেদ্রো।

আরো পড়ুন:
>হাতীবান্ধায় মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত
>শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রুনোর পাস দখলে নিয়ে আক্রমণে যাবেন এমন সময় উরুগুয়ের এক ডিফেন্ডারের সঙ্গে বাধা দিতে মাঝমাঠেই ছুটে আসেন গোলরক্ষক। একটু এগিয়ে গিয়ে শট নেন পেদ্রো। অনেকটা পথ গড়িয়ে বল জড়ায় জালে। তাতে ২-০ গোলের জয়ে এক যুগ পর দক্ষিণ আমেরিকার যুবাদের শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলে ব্রাজিল।

ফেব্রুয়ারি ১৩.২০২৩ at ১৮:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর