নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় ‌গ্যাব্রিয়েলে হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন

ছবি- সংগৃহীত।

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে প্রায় ৪৬ হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে অন্ধকারে সময় কাটাতে হচ্ছে ওই অঞ্চলের হাজারো মানুষকে। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে দেশটিতে এই পরিস্থিতি দেখা দিয়েছে।

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে ভারী বৃষ্টি ও বাতাস হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ কারণে শত শত উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়টি নর্থ আইল্যান্ডের পাশে অবস্থান করছে। এ জন্য কিছু জায়গায় দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উত্তর দ্বীপজুড়ে বাসিন্দারা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা বেশ কয়েকদিন ধরে ঝড়ো আবহাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বিশেষজ্ঞরা ঘূর্ণিঝড়টি শুরু থেকেই পর্যবেক্ষণ করছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বেশ কিছু দিন ধরে ঘূর্ণিঝড়ের এমন প্রভাব থাকতে পারে। কারণ ঝড়ো হাওয়ার কারণে কাজ করতে পারছে না কর্মীরা।

আরো পড়ুন:
>৪২ কেজি গাঁজাসহ বিমানবন্দর রেল স্টেশনে এক মাদক কারবারী গ্রেফতার
>বিএনপির রাষ্ট্রপতি নির্বাচনে আগ্রহ নেই: কাদের

করোমন্ডেল উপদ্বীপ ও ঘূর্ণিঝড়ের নিকটবর্তী অন্যান্য উপকূলীয় দ্বীপের অগ্রভাগে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা ১০০ মাইল রেকর্ড করা হয়েছে।

ফেব্রুয়ারি ১৩.২০২৩ at ১৬:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর