ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি- সংগৃহীত।

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী কামাল স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে নেমেছিল গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। চ্যাম্পিয়নশিপের সবচেয়ে দুর্বল দলের সঙ্গে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছ শামসুন্নাহাররা। ভুটানকে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শামসুন্নাহারদের কাছে প্রথম ম্যাচে ৩-১ গোলে পরাজিত হওয়া নেপাল।

৩ ম্যাচের দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে নেপাল ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ৩ ম্যাচ থেকে নেপালের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে ভারত।

ফাইনালে উঠতে ড্রই যথেষ্ট- এমন সমীকরণকে সামনে রেখে ভুটানের বিপক্ষে খেলতে নামে স্বাগতিক বাংলাদেশ নারী দল। তবে শুরু থেকেই দেখে মনে জয় ড্র নয়, যেন জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই চালাতে থাকে একের পর এক আক্রমণ।

সেই সুবাদে ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। মাঠের ডানপ্রান্ত থেকে বল নিয়ে খানিকটা এগিয়ে যান শামসুন্নাহার জুনিয়র। এরপর বাড়িয়ে দেন সতীর্থ আকলিমাকে। ডি-বক্সের ভেতরে একজনকে কাটিয়ে বল পাঠিয়ে দেন ভুটানের জালে। চ্যাম্পিয়নশিপের প্রথম থেকেই ভালো করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। অন্যদিকে তিন ম্যাচ খেলে একটিতেও জয়ী হতে পারেনি ভুটান।

বাংলাদেশের ফাইনাল নিশ্চিতের ম্যাচটি তাদের তৃতীয় পরাজয়। খেলা শুরু হওয়ার প্রথম দিক থেকেই ভুটানকে চাপে রাখে বাংলাদেশ। ৯ মিনিটে প্রথম ভুটানের রক্ষণে প্রথম হানা দেয় শামসুন্নাহাররা। সুযোগও পেয়েছিলেন আকলিমা খাতুন। ডি-বক্সে আকলিমা শট নিতে দেরি করায় বল দখল করেন ভুটানিজ গোলরক্ষক সোনাম পেলদেন। ১৭ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। অধিনায়ক শামসুন্নাহার ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে যান।

আরো পড়ুন:
>একই দিনে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায়- নিহত- ২, আহত- ৯
>ইবিতে শৌচাগারগুলোর শোচনীয় অবস্থা, স্বাস্থ্যঝুকিতে শিক্ষার্থীরা

১৭ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার ডান দিক দিয়ে ভুটানের বক্সে ঢুকে যান। গোলরক্ষককে একাই পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ভুটানের গোলরক্ষক একটু সামনে এগিয়ে এসে আটকে দেন বাংলাদেশ অধিনায়ককে। ২২ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার বাম দিক দিয়ে ঢুকে ক্রস ফেলেছিলেন বক্সে। আকলিমা খাতুন বল ধরে একজনকে কাটিয়ে বল জালে জড়ান। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। আর ম্যাচের ৫৩তম মিনিটেই আসে তৃতীয় গোল। নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন শামসুন্নাহার। ছয় মিনিট পর এবার নিজের দ্বিতীয় গোল করেন আকলিমা। ব্যবধান দাঁড়ায় ৪-০। এর দু মিনিট পর নিজের হ্যাটট্রিক নিশ্চিত করেন শামসুন্নাহার।

ফেব্রুয়ারি ০৭.২০২৩ at ২১:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর