তদন্ত সাপেক্ষে জাবি প্রক্টরের অব্যাহতি দাবী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্ক স্থাপনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধে অভিযুক্তের পক্ষে পক্ষপাত ও গাফলতির অভিযোগ করেছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। একইসাথে তদন্ত কার্যক্রমকে প্রশাসনিক প্রহসন আখ্যা দিয়েছে বিক্ষুব্ধরা। এই কমিটির তদন্ত প্রতিবেদন আসন্ন সিন্ডিকেটের আলোচ্যসূচিতে অন্তভূর্ক্ত হলে রেজিস্ট্রার ভবন অবরোধের হুশিয়ারি দিয়েছেন তারা।তাঁরা বলেন, অভিযুক্ত শিক্ষক পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে দায়মুক্তি দিতেই প্রশাসন গড়িমসি করছে।

গতকাল বিকেলে নতুন কলা অনুষদের ৩২৭ নম্বর কক্ষে তিন দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এসময় ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলি লিখিত বক্তব্যে বলেন, ‘নতুন করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে, অভিযুক্ত শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দিতে হবে, দায়মুক্তি লেখানোর ক্ষেত্রে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও সহকারী প্রক্টর মুহিবুর রৌফ শৈবাল সম্পৃক্ততা খতিয়ে দেখে প্রমানিত হলে তাদের অব্যাহতি দিতে হবে।’

আরো পড়ুন :
>পাইকগাছায় তাজমীরা হত্যার ক্লু উদ্ধারের পথে
>জলদস্যু প্রধান মোশারফসহ আটক-২

এসময় আরও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের অধ্যাপক সোহেল রানা, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি, সম্পাদক সামি আল জাহিদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি আবু সাইদ, সম্পাদক কনোজ কান্তি রায়, বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি ইমতিয়াজ অর্নব, সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদসহ প্রমুখ।

জানুয়ারি ২৯, ২০২৩ at ১৮:৩৫:০০(GMT+06)
দেশদর্পণ/আক/নউ/এমএইচ