মাঠে নামছে পিএসজি, মেসি একাদশে থাকবেন?

ছবি- সংগৃহীত।

লিগ ওয়ানের শীর্ষস্থানটা পাকাপোক্ত করতে বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মঁপিলিয়েরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। অন্যদিকে একই সময়ে ভিন্ন ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে খেলবে লা লিগার টেবিল টপার বার্সেলোনা। টানা জিততে থাকা জাভির শিষ্যদের লক্ষ্য পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করা।

মেসি-নেইমার-এমবাপ্পেত্রয়ী নিয়েও স্বস্তি নেই পিএসজি শিবিরে। লিগে শেষ ২ ম্যাচে জয়বঞ্চিত তারা। তবে আরেকটি ম্যাচ হারলেই টেবিলের শীর্ষস্থানটা হারাতে হতে পারে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের।

অবশ্য পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে থাকা দলটির সঙ্গে সবশেষ সাক্ষাৎটা আত্মবিশ্বাস জোগাবে পিএসজিকে। নেইমারের জোড়া গোলে ৫-২ ব্যবধানে বড় জয় এনে দিয়েছিল গ্যালতিয়েরের দলকে। সঙ্গে বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পেও সে ম্যাচে বল জালে পাঠান।

আরো পড়ুন:
>৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম
>ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আব্দুস সাত্তার বিজয়ী

লিগে টানা ৩ হারের পর সবশেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মঁপিলিয়েরে। দলটির বিপক্ষে শেষ ৬ লিগ ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে পিএসজি। ৩ জয়ের বিপরীতে তাদের হার ২টি।

তবে পূর্ণশক্তির দল না পেলেও, টেবিলের ছয় নম্বরে থাকা বেটিসকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী কাতালান শিবির। এই ম্যাচে জিতলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা আটে নিয়ে যাবে তারা।

ফেব্রয়ারি ০১.২০২৩ at ২০:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর