ঢাকায় চারদিন পদযাত্রা করবে বিএনপি

ছবি- সংগৃহীত।

সরকার হটানোর আন্দোলনে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে রাজধানীতে চারদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে চার দিন এই কর্মসূচি হবে। আগামী ২৮ জানুয়ারি দুপুর ২টায় মহানগর উত্তরের উদ্যোগে বাড্ডার সুবাস্তু ভ্যালি থেকে শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে এবং ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে এসে শেষ হবে পদযাত্রা। আর মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি দুপুর দুইটায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে চারদিন এই কর্মসূচি হবে। ২৮ জানুয়ারি দুপুর ২টায় মহানগর উত্তরের উদ্যোগে বাড্ডার সুবাস্তু ভ্যালিতে থেকে শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে এবং ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে এসে শেষ হবে পদযাত্রা। আর মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা হবে।

মির্জা ফখরুল বলেন, “এই পদযাত্রা হবে গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে। সম্পূর্ণ শান্তিপূর্ণ এই কর্মসূচি হবে। আমরা আশা করব, সকলে এতে সহযোগিতা করবেন এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তিনি জানান, এই কর্মসূচি মহানগর বিএনপির। সমমনা অন্য দলগুলো অংশগ্রহণ করতে চাইলে যুগপৎভাবে তারাও করতে পারে। ওই প্রতিবেদন এবং এ ধরনের ‘বিদ্বেষমূলক প্রচার’ বন্ধ করতে টেলিভিশন স্টেশনটির প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

আরো পড়ুন:
>মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ
>ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, মহানগর বিএনপির ইশরাক হোসেন।

নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মো. মোহন, যুব দলের শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল,শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, মতস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন রোকন, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জানুয়ারি ২৭.২০২৩ at ০৯:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর