তীব্র শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, বেশি ঝুঁকিতে শিশু-বয়স্করা

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। রাজধানীর শিশু হাসপাতাল ঘুরে দেখা গেছে, বহির্বিভাগে আগের চেয়ে দ্বিগুণ রোগী আসছে। ডাক্তাররা বলছেন, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ঝুঁকিতে আছে অ্যাজমায় আক্রান্ত শিশুরা।

সারাদেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই সময়ে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। সবচেয়ে বেশি রোগে ভুগছে শিশু ও বয়স্করা। বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই ঠান্ডাজনিত নানা উপসর্গ নিয়ে আসা শিশুদের সংখ্যা বেড়েই চলেছে। জানুয়ারির শুরু থেকেই বহির্বিভাগে দেখানো শিশু রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা বেড়েছে কমপক্ষে ২৫ শতাংশ।

আরো পড়ুন:
>আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরও কমবে
>একদিনে ইউক্রেনের ৬ শতাধিক সেনাকে হত্যার দাবি রাশিয়ার

সারাদেশের মতো ঢাকায়ও তীব্র শীত বিরাজ করছে। ঢাকার বাসিন্দাদের গত কয়েক বছরের মধ্যে এমন অবস্থায় পড়তে হয়নি। এ অবস্থায় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগী। গত ১১ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিভাগেই শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৪ জন। এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৩৪৩ জন।

জানুয়ারি ০৮.২০২৩ at ২১:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ