ঘোড়াঘট ঘন কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন

হিমালয় ঘেঁসা বৃহত্তর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মাঠ-ঘাট, সড়ক-মহাসড়ক ঢেকে যায় ঘন কুয়াশার চাঁদরে। রাত ১০ টা হলেই অঝঁরে ঝরতে শুরু করে কুয়াশা। ২ থেকে ৩ ফিট দূরের কোন বস্তুই দেখা যাচ্ছিলো না। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে যায় মাঠ-ঘাট, সড়ক-মহাসড়ক। এমন ঘন কুয়াশার মধ্যেই সড়কে ঝুঁকি নিয়ে চলতে দেখা যায় যানবাহন।

বুধবার দিবাগত রাত ১০টা থেকে ঘন ক‚য়াশার কারণে ব্যস্ততম দিনাজপুর ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়তে দেখা যায়।ঘন কুয়াশায় ঝাপসা হয়ে যায় সড়কের চারপাশ। ফলে সড়কে সব ধরণের যান চলাচল ব্যহত হয়।

দেখাযায়, এক সাথে দশ পনেরোটা বাস ট্রাক সাড়ি বদ্ধ হয়ে ধীর গতিতে সহকারি চালক (হেলপারের) সহযোগীতায় হেড লাইটের সাথে সাইড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। আবার অনেক পণ্যবাহী ট্রাক তেলের পাম্প, রাস্তার পাশে এমনকি রাস্তা থেকে নিরাপদ দূরত্ব হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে রাত বাড়ার সাথে সাথে ক‚য়াশার তীব্রতা বৃদ্ধি পায়।

আরো পড়ুন :
>চীন থেকে যুক্তরাষ্ট্রে গেলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক
>সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, মেরামতের বিকল্প নেই
>সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী কুবির মুক্তিযুদ্ধ মঞ্চের সম্পাদক

যানবাহন চলাচল সীমিত হতে থাকে। দূর পাল্লার নৈশ্য কোচ বা দীর্ঘ সময় পর পর যেতে দেখা গেছে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান, আমাদের নৈশ্য কালিন দায়িরত থানা পুলিশের সকল টিমকে দ্বায়িত্ব পালনের জন্য সর্তক অবস্থায় রাখা হয়েছে। সেই সাথে সচেতনতা বাড়াতে ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় যানবাহন থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখার পরামর্শ দেয়া হচ্ছে।

ডিসেম্বর ২৯.২০২২ at ১৬:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর