স্টোকসকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ে তিনে উঠেছে সাকিব

ছবি: সংগৃহীত

ইসিসির প্রকাশিত নতুন টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের বেন স্টোকসকে পেছনে ফেলেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে এ টাইগার ক্রিকেটারের।

বুধবার (২১ ডিসেম্বর ) আইসিসির প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে ৩২৯ রেটিং পয়েন্ট তিনে উঠে এসেছেন সাকিব। স্টোকসের রেটিং পয়েন্ট ৩২৪। মূলত ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৮৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে সাকিব টপকে গেছেন স্টোকসকে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে চলতি মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজের একটিতেও বল-ব্যাটে জ্বলে উঠতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। ছয় ইনিংসে পাননি কোনো ফিফটির দেখা, উইকেট নিয়েছেন মাত্র একটি। এদিকে সাদা পোশাকে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৩৭৬। তার স্বদেশী রবিচন্দ্রন অশ্বিন ৩৩৬ রেটিং নিয়ে আছেন তালিকার দুইয়ে।

আরো পড়ুন:
> বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ বিজ্ঞপ্তি
> ফখরুল-আব্বাসের জামিন নামঞ্জুর, চিকিৎসার নির্দেশ: আদালত

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৯৩৬ রেটিং পয়েন্ট শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তবে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারেননি স্টিভেন স্মিথ। তাকে পেছনে ফেলে ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। স্মিথের রেটিং পয়েন্ট ৮৭০।

ডিসেম্বর ২১, ২০২২ at ১৭:৫৭:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস