আরব আমিরাতে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

ছবি- সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে।

এর মধ্যে দিয়ে স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ। সেই থেকে প্রতিবছর ১৬ ডিসেম্বর উদযাপন করা হয় নানা আয়োজনে। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে উদযাপন করা হয়েছে বিজয় দিবস।

আরো পড়ুন:
স্বাধীনতাযুদ্ধের আদর্শের পথ ধরে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ
বাংলাদেশের অগ্রযাত্রার বিজয়কাহিনী ভারতীয় গণমাধ্যমে

কনস্যুলেট এবং দূতাবাস প্রাঙ্গণে প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে কমার্সিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব (পাসপোর্ট) কাজী ফয়সাল, দূতালয় প্রধান মোজাফফর হোসেন এবং দ্বিতীয় সচিব (পাসপোর্ট) মানিক বড়ুয়া।

পরে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সূত্র – রাইজিং বিডি ডট কম

ডিসেম্বর ১৬.২০২২ at ১৬:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর