পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০টি ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।

আরো পড়ুন:
> ৬ দশমিক ২ মাত্রায় তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প
> শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, ‘আমরা বিকেল ৫টা বাজে পুরান ঢাকার নাজিরা বাজারের আলু বাজারে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চার তলায় থাকা জুতার কারখানাতে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এ ছাড়া আগুনে কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

ডিসেম্বর ১৫, ২০২২ at ১৭:৪৬:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস