বুধবার কোথায় কখন লোডশেডিং

সারা দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে সে সময়সূচি আগেই জানিয়ে দেয়া হচ্ছে।
বুধবার কোথায় কখন লোডশেডিং

জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকাও প্রকাশ করে আসছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হয়ে লোডশেডিং কার্যক্রম চলবে রাত ১০টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে।

আরো পড়ুন:
হিন্দি সিনেমায় অভিষেক করছেন জয়া আহসান
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে ইংল্যান্ড

ডিপিডিসির তথ্যমতে— এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। তবে, ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

তথ্য – সময় নিউজ

নভেম্বর ৩০.২০২১ at ১০:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর