সাত বছর পর নিউজিল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি সিরিজ হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ওয়েস্ট ইন্ডিজ করেছে জয় দিয়ে। প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভারের ম্যাচে ব্ল্যাকক্যাপসের বিপক্ষে যে জয়টা আবার এসেছে প্রায় সাড়ে আট বছর পর।

আরো পড়ুন :
গাজীপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, আনসারী-সভাপতি, শফিকুল-সম্পাদক
ডিজেল-সারের মূল্যবৃদ্ধি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা

সবশেষে ২০১৪ সালে তাদের হারিয়েছিল ক্যারিবীয়রা। ব্রিজটাউনে বুধবার (১৭ই আগস্ট) রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া ১৯১ রান তাড়া করতে নেমে ৩৯ ওভার মোকাবিলায় ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

শামারাহ ব্রুকস দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। তার ৯১ বলের ইনিংসে ৯ চারের সঙ্গে ছিল একটি ছক্কার মার। এ ছাড়া ৪৭ বল মোকাবিলায় অধিনায়ক নিকোলাস পুরান ২৮ রান করেন । ২৪ বল মোকাবিলায় ২৬ রান আসে শাই হোপের ব্যাট থেকে।

আগষ্ট ১৮,২০২২ at ১২:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই