ভারতের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা

ভারতের পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে দেখা দিয়েছে বন্যা। সেই সঙ্গে বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে পূর্বাঞ্চলীয় ওড়িশায়ও। মহারাষ্ট্র ও গুজরাটের অধিকাংশ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরো পড়ুন :
১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার: অর্থমন্ত্রী
রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানার আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গেল কয়েক দিনের টানা ভারি বর্ষণে প্লাবিত ভারতের নাগপুর। স্থানীয় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে শহরের অধিকাংশ রাস্তাঘাট ও আবাসস্থল। বন্যার পানিতে ভেসে গেছে বহু যানবাহন, ফলে ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা।

গুজরাটেও একই পরিস্থিতি। অব্যাহত প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে রাজ্যের সুরাত শহরে। নিকটবর্তী নদীর পানি প্রবাহিত হচ্ছে স্বাভাবিকের চেয়ে কয়েক সেন্টিমিটার ওপর দিয়ে। এতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। ভেসে গেছে ঘরবাড়ি ও বহু গাছপালা। নষ্ট হয়েছে একরের পর একর ফসলি জমি।

আগষ্ট ১৮,২০২২ at ১১:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই