রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানার আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মাতুয়াইলে একটি টিনশেড প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে মাতুয়াইল কলেজ রোড এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

আরো পড়ুন :

জ্বলানি তেলের মূল্য বৃদ্ধি, অলস সময় পার করছে চৌগাছার হোটেল রেস্তোরাগুলো
ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে ৮ নারী দেশে ফিরলেন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, আমরা সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পায়।

প্রথমে আমাদের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য যায়। পরে আরও চারটি ইউনিট গিয়ে মোট ৬টি ইউনিটের চেষ্টায় সোয়া ৯টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

আগষ্ট ১৮,২০২২ at ১০:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই