ট্রাম্পের বাড়ি থেকে অত্যন্ত গোপন ও স্পর্শকাতর নথি জব্দ

ট্রাম্পের বিরুদ্ধে জারি করা এই পরোয়ানা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, মি. ট্রাম্প দেশটির গুপ্তচর আইন লংঘন করে থাকতে পারেন কিনা এফবিআই সেটা তদন্ত করে দেখছে। এই আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ তথ্য নিজের কাছে রাখা বা তা পাচার করা অবৈধ।

আরো পড়ুন :
চেকার প্রথা বাতিল ঘোষণা, অতিরিক্ত ভাড়া আদায়

মতলব উত্তরের বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসায় আবারো আগুন : অধ্যক্ষকে হত্যা চেষ্টা

গোপনীয় বলে চিহ্ণিত যে কোন নথি বা অন্যান্য জিনিস সরিয়ে নেয়া আইনে নিষিদ্ধ। মি. ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, তখন এই অপরাধে সাজা তিনি আরও কঠোর করেছিলেন। বর্তমানে এই অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

পরোয়ানাতে বলা হয়েছে, মি. ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোর ”৪৫ অফিস” নামে চিহ্ণিত একটি এলাকা এবং সেখানকার গুদাম ঘরগুলোতে তল্লাশি চালানো হয়েছে। মি. ট্রাম্প এবং তার কর্মচারীরা যে ব্যক্তিগত অতিথি ভবনগুলো ব্যবহার করেন, সেগুলোতে কোন তল্লাশি চালানো হয়ে না।

বিচার মন্ত্রণালয় বৃহস্পতিবার আদালতকে তল্লাশি সংক্রান্ত কাগজপত্র সাধারণের জন্য প্রকাশ করে দিতে বলে। কোন তদন্ত চলাকালীন এ ধরনের পদক্ষেপ খুবই বিরল।

আগষ্ট ১৩,২০২২ at ২১:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভর/শই