চীন ২৪ যুদ্ধবিমান ও ৬ যুদ্ধজাহাজ দিয়ে তাইওয়ানকে ঘিরে রেখেছে

চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হব।গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বীপ দেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।

আরো পড়ুন :
টাকার বিনিময় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী
সিলেট জুড়ে উত্তাল চা শ্রমিকরা! ন্যায্য মজুরির দাবী নিয়ে ধর্মঘট

আজ চীনের ২৪টি যুদ্ধবিমান ও ৬টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে টহল দিচ্ছে বলে দাবি করেছেন দেশটির (তাইওয়ান) প্রতিরক্ষামন্ত্রী চিও কু চেঙ। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী এক টুইটবার্তায় বলেন, তাইওয়ান প্রণালিতে চীনের ২৪টি যুদ্ধবিমানের মধ্যে- ১০টি সুখোই এসইউ-৩০, চারটি শেনইয়াং জে-১৬ এবং দুটি চেংডু জে-১০ বিমান টহল দিচ্ছে। চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তাইওয়ান।

আগষ্ট ১৩,২০২২ at ১৭:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই