পশ্চিমবঙ্গে বাস-সিএনজির সংঘর্ষে, ৯ নারীসহ নিহত ১০

পশ্চিমবঙ্গে বাসচাপায় সিএনজিতে থাকা ৯ নারীসহ ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসের ধাক্কায় উল্টে যায় ওই সিএনজি। ফলে ভেতর থেকে ছিটকে পড়েন যাত্রীরা। রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে এ দুর্ঘটনা হয়।

আরো পড়ুন :
উখিয়াই ২ রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা
যশোরে বাবার বিরুদ্ধে দুই মেয়েকে ধর্ষণের ও বিয়ের অভিযোগ

জানা গেছে, এদিন বিকালে মাঠে চাষের কাজ সেরে একটি সিএনজিযোগে রামপুরহাট থানার পারকান্দি গ্রামে ফিরছিলেন ৯ শ্রমিক। তাদের মধ্যে আট জন নারী শ্রমিক ছিলেন। অটো রামপুরহাটের দিকে আসছিল। এ সময় সিউড়িমুখী একটি দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার একটি বাস ওভারটেক করতে গিয়ে অটোতে ধাক্কা মারে। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলে চালক সীতারাম হেমরমসহ (২১) আট মহিলা শ্রমিকের মৃত্যু হয়।

তবে কীভাবে এ দুর্ঘটনা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতোমধ্যেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা। পুলিশ জানিয়েছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ৯ জন নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

আগষ্ট ১০,২০২২ at ১২:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ ভকা/শই