তিস্তার পানি বিপদসীমার উপরে, খুলে দেয়া হলো সব গেট

লালমনিরহাটের দোয়ানীতে ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢল সামলাতে ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, কয়েক দিন ধরে নদীতে পানিবৃদ্ধি শুরু হয়। সোমবার (১ আগস্ট) দুপুরেও ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে ছিল। কিন্তু বেলা ৩টার দিকে হু হু করে পানি বৃদ্ধির ফলে বিপৎসীমার ১০ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টায় আরও ১৫ সেন্টিমিটার অর্থাৎ ২৫ দশমিক ৮৫ মিটার দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ব্যারেজ ও আশপাশের লোকজনকে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন বাঁধ, তীরবর্তী এলাকা ও অবকাঠামোতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। উজানে ভারি বৃষ্টিপাত ও তীব্র গরমে হিমালায় পর্বতের বরফ গলতে শুরু করায় হঠাৎ করে ঢল নামতে শুরু করেছে বলে জানা গেছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ব্যারেজ পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। পানি বেড়ে যাওয়ায় আমরা সবাই সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

অগাস্ট ০২,২০২২ at ১১:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/রারি