টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ঢাকামুখী একটি থেমে থাকা বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস বিনিময় পরিবহনের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

দুর্ঘটনার ফলে মহাসড়কে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। ফলে, যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয় সড়কে চলাচলকারী যাত্রীদের। মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে সাতটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল দ্য ডেইলি স্টারকে বলেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। নিহত তিনজনই প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং তারা বাসের যাত্রী ছিলেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

জুলাই ১৬,২০২২ at ১০:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/রারি