ত্বকে বয়সের ছাপ? জেল্লা ফিরে পেতে খান এই সবজি

বাঁধাকপি শীতকালের সবজি হলেও আজকাল সব সবজিই সারা বছর পাওয়া যায়। বাজারে গিয়ে একটু খোঁজাখুজি করলেই নিশ্চিত মিলবে বাঁধাকপি। অনেকেই বাঁধাকপির চেয়ে ফুলকপি খেতে পছন্দ করেন বেশি। হয়তো অনেকেই জানেন না যে ফুলকপির চেয়ে বাঁধাকপি অনেক বেশি স্বাস্থ্যকর। এই সবজির রয়েছে স্বাস্থ্যকর কিছু গুণ। পুষ্টিগুণে ভরপুর বাঁধাকপি কিন্তু অনেক শারীরিক সমস্যার দ্রুত সমাধান করে।

কোন তিনটি কারণে খেতেই হবে বাঁধাকপি?

১. গবেষণা বলছে, বাঁধাকপি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। ভিটামিন সি, খনিজ, ফাইবার সমৃদ্ধ বাঁধাকপি যে কোনও রোগের সঙ্গে লড়তে অন্যতম অস্ত্র হতে পারে।

আরো পড়ুন :
চেয়ারম্যান পদে উপ-নির্বাচন: শৈলকূপায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর
বেনাপোল ইমিগ্রেশনে ভ্রমণ কর জালিয়াত : ৯ নাম উল্লেখসহ অজ্ঞাতনাম ২০-২৫ আসামী, আটক-২

২. ত্বকের বয়স ধরে রাখতে অনেকেই বিভিন্ন প্রসাধনীসামগ্রী ব্যবহার করেন। তাতে ত্বকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। লাভ কিছুই হয় না। জানেন কি, ত্বকের বয়স ধরে রাখতে বাঁধাকপির জুড়ি মেলা ভার। অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ বাঁধাকপি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

৩. বয়সকালে যাতে হাড়ের সমস্যায় ভুগতে না হয় তার জন্য আগে থেকেই সুরক্ষা নেওয়া জরুরি। বার্ধক্যে হাড়ের যত্ন নিতে বাঁধাকপি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বাঁধাকপিতে থাকা ক্যালশিয়াম, ফসফরাস ও সোডিয়াম হাড় মজবুত ও দৃঢ় করে।

জুলাই ১৬ ,২০২২ at ১০:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আব/এমএইচ