এক দিনে ৫০ পয়সা হারাল টাকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচে পণ্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানি খরচ বাড়ছে বাংলাদেশের, বাড়তি চাপে ব্যাংকগুলোকে প্রতিনিয়ত বৈদেশিক মুদ্রার জোগান দিতে গিয়ে আরও সস্তা হয়ে ৫০ পয়সা মান হারাল টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, বুধবার আন্তঃব্যাংক লেনদেনে বৈদেশিক মুদ্রা ডলার বিক্রি হয়েছে ৯৩.৯৫ টাকায়।

একদিন আগে ডলার লেনদেন হয়েছিল ৯৩ টাকা ৪৫ পয়সায়। গত বছরের ১৩ জুলাই আন্তঃব্যাংকে ডলারের বিনিময় হার ছিল ৮৪.৯৫ টাকা। এতে এক বছরে ডলারের বিপরীতে টাকা মান হারিয়েছে ৯ টাকা বা ১০.৬০ শতাংশ। ওই সময়ে বৈদেশিক মুদ্রা বিনিময় হার পদ্ধতি ‘ম্যানেজড এক্‌সচেঞ্জ রেট বা ফ্লোর রেট’ সরাসরি নিয়ন্ত্রণ করত বাংলাদেশ ব্যাংক। গত ৩১ মে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে সরাসরি নিয়ন্ত্রণ প্রথাটি কিছুটা শিথিল করা হয়। এরপর থেকেই টাকার মান ডলারের বিপরীতে সময়ে সময়ে কমছে।

জুলাই ১৪,২০২২ at ১৫:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/রারি