স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল শুরু

দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৬ জুন) সকাল ৬টা থেকেই পদ্মা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রী-চালকসহ উল্লাসিত সর্বস্তরের মানুষ।

শনিবার (২৫ জুন) বিকেলে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে। শুরুর দিন যানবাহন ব্যাপক চাপ হবে বলে আমরা ধারণা করছি। আমাদের টোলপ্লাজার কর্মীদেরও সেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আশা করছি, তারা ভিড় সামলাতে পারবে।

বাংলাদেশের অহংকার আর আত্মমর্যাদার প্রতীক বহুল প্রতীক্ষার পদ্মা সেতু শনিবার সকাল ১২টার আগ মুহূর্তে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে স্বপ্নের পূর্ণতা পেল।

আরো পড়ুন :
পদ্মা সেতুর ওপরে যানবাহন থামিয়ে সেলফি, ফটোসেশন
পদ্মা সেতু উদ্বোধন : মাননীয় প্রধানমন্ত্রীকে যবিপ্রবি পরিবারের ধন্যবাদ

সেতুতে টোলের হার ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। মিনি বাসে ১৪০০ টাকা, মাঝারি বাসে ২০০০ টাকা এবং বড় বাসে ২৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাকের টোল ১৬০০ টাকা, মাঝারি ট্রাকে ২১০০-২৮০০ টাকা, বড় ট্রাকে ৫৫০০ টাকা। পিকআপের টোল ১২০০ টাকা।

কার ও জিপের টোল ধরা হয়েছে ৭৫০ টাকা, মাইক্রোবাসে ১৩০০ টাকা। মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে চাইলে টোল দিতে হবে ১০০ টাকা।

জুন ২৬,২০২২ at ১১:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/রারি