নিখোঁজ ফায়ারকর্মী শফিউলের অন্তঃসত্ত্বা স্ত্রী দুশ্চিন্তায়

সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হওয়া সিরাজগঞ্জের ফায়ার ফাইটার শফিউল ইসলামের (২২) অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। নিখোঁজ শফিউল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আব্দুল মান্নান বলেন, তার দুই সন্তানের মধ্যে শফিউল বড় এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শফিউল গত বছর বিয়ে করেছেন। বর্তমানে তাঁর স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই সময় যদি ছেলের খারাপ কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেনার ডিপোতে শনিবার রাতে আগুন লেগে অন্তত ৪১ জনের মৃত্যু হয়। আহত হয় দুই শতাধিক। খবর বিডিনিউজের।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, শফিউল নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা খোঁজখবর নিয়েছেন। তার পরিবারের আর্থিক অবস্থা ভাল না। তার স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। ছেলের সন্ধানে বাবা আব্দুল মান্নান ফায়ার সার্ভিসের ঢাকা হেড অফিসে গিয়েছেন। এখনও ছেলের খোঁজ পাননি।

জুন ০৭,২০২২ at ০৯:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দআ/রারি