অতি উৎসাহীদের কারণে বিড়ম্বনা

সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোয় বিস্ফোরণে হতাহতদের পাশে দাঁড়িয়েছে মানুষ। তবে দুঃখজনক হলেও সত্য, সাধারণ মানুষের মানবিকতার পাশাপাশি কিছু অতি উৎসাহী মানুষের কারণে চিকিৎসকদের ভোগান্তি হচ্ছে। রোগীদের দেখতে আসা জনতার ভিড়ে আরো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

বার্ন বিশেষজ্ঞরা বলছেন, পোড়া ও দগ্ধ রোগীরা সাধারণ রোগীদের চেয়ে ক্রিটিক্যাল হয়ে থাকে। তাদের সুস্থ হতে বাধা দেয় ধুলোবালি থেকে ছড়ানো সংক্রমণ। কিন্তু হাসপাতালে এসব রোগীর দেখাসহ নানা কারণে মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়ছেন তাতে এসব রোগী মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ৬ তলার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সামনে শত শত মানুষের ভিড়। পাশের গাইনি ওয়ার্ডে রাখা পোড়া রোগীদের দেখতে সেখানেও ভিড় করেছেন উৎসুক জনতা। পাশাপাশি ওয়ার্ডের ভেতরেও সাধারণ মানুষের অহেতুক পদচারণা দেখা যায়। এসব মানুষের ভিড় সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্টের কর্মী, পুলিশ সদস্য, বিএনসিসি, স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবী দলগুলো।

শনিবার রাতের মতো গতকালও পরিস্থিতির এতটুকু পরিবর্তন হয়নি। গতকাল সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের স্বজনদের ভিড় বাড়ে। দুপুর নাগাদ হাসপাতাল এলাকায় উৎসুক মানুষও ভিড় করে। অনেকে সেখানকার ভিডিও ধারণ করছেন। কেউ কেউ তুলছেন সেলফি।

জুন ০৬,২০২২ at ০৬:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দআ/রারি