আলো জ্বলল পদ্মা সেতুতে

উদ্বোধনের প্রায় তিন সপ্তাহ আগে আলোকিত হয়েছে পদ্মা সেতু। শনিবার সন্ধ্যা ৬ টায় সেতুর মাওয়া প্রান্তে জ্বালানো হয় ২৪টি বাতি। সেই মুহূর্তে সেতুকর্মীদের মধ্যে বিশেষ আবেগ-উচ্ছ্বাস দেখা যায়। সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, এই প্রথম সেতু আলোকিত হল। এর আগে বাতিগুলো স্থাপন করা হলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। খবর বিডিনিউজের।

সেতুর ১২ নম্বর স্প্যানের বাতিগুলোর পশ্চিম পাশে প্রথমে, এরপর পুব পাশের বাতিগুলো জ্বালানো হয়। প্রকৌশলীরা জানান, বাতি ও তার এমনভাবে স্থাপন করা হয়েছে যে, কখনও কোনো বাতি বা তার বিকল হলে বিকল্প লাইনে বাতি জ্বলবে।

গত বছর ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্ট বসানো শুরু হয় জানিয়ে প্রকৌশলীরা বলেন, ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এরমধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি। এর বাইরে জাজিরা প্রান্তে ৪৬টি আর মাওয়া প্রান্তে আছে ৪১টি। সব ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ এখনও বাকি রয়েছে। বাতি জ্বালানোর পর সন্ধ্যায় আশপাশের মানুষ ভিড় জমায় সেতু এলাকায়। তারা দূর থেকে পদ্মা সেতুর আলো দেখে অভিভূত।

জুন ০৫,২০২২ at ০৬:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রাস/রারি