বিশ্ব পরিবেশ দিবস আজ

আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় চট্টগ্রামসহ সারাদেশে পালিত হবে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

জাতিসংঘের সাধারণ সভার আওতায় ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই কনফারেন্সের সিদ্ধান্ত অনুসারে প্রতিবছর ১৯৭৩ সালের ৫ জুন থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস।

এদিকে দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম জানান, আজ সকাল ১০টায় হল ২৪ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

জুন ০৫,২০২২ at ০৬:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দআ/রারি