হাসপাতালে স্বজনদের আহাজারি, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারর্জেন্সি থেকে বার্ন ইউনিট, সার্জারিসহ অন্যান্য ইউনিটগুলোতে ভর্তি হয়েছে শতাধিকের বেশি আহত রোগী। পাশাপাশি হতাহতদের ঘিরে হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এদিকে শত শত স্বজনদের ভিড়ে চিকিৎকসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। তবু নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেন জানিয়েছেন চমেক হাসপাতালের একাধিক চিকিৎসক।

গতকাল রাতে ঘটনার পর থেকে এম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহনে শতাধিক অগ্নিদগ্ধকে নিয়ে আসা হয় চমেক হাসপাতালে। বার্ণ ইউনিটে তিল ধারণের ঠাঁই ছিল না। বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর ওখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি ট্রাক এবং কাভার্ডভ্যানের চালক সহকারীদের আত্মীয়-স্বজন হাসপাতালে ভিড় করেন।

এছাড়া ওষুধের দোকানে দোকানে ছুটছেন অনেক স্বজন। অনেকেই ছুটে এসেছেন রক্ত দিতে। ফলে সবকিছু মিলে বিএম কন্টেনার ডিপোর দুর্ঘটনার পর চমেক হাসপাতালে স্বজনদের ভিড় লাগে।

জুন ০৫,২০২২ at ০৬:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দআ/রারি