পি কে হালদার চক্রের আরও দুর্নীতির তথ্য দুদুকের হাতে

পি কে হালদার চক্রের বিরুদ্ধে আরও ৫০টি মামলা করবে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ-সংক্রান্ত পর্যাপ্ত তথ্য-উপাত্ত রয়েছে সংস্থটির হাতে। এসব মামলায় অভিযোগ প্রমাণ করা গেলে পি কে হালদার ও তার সহযোগীদের বাকি জীবন জেলেই কাটাতে হবে।

অর্থ পাচারের অভিযোগে পি কে হালদার চক্রের বিরুদ্ধে ৩৭টি মামলা করেছে দুদক। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা হয়েছে আরও চারটি। এখন পর্যন্ত ৬ হাজার তিনশো কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তবে ব্যাংকপাড়ায় গুঞ্জন আছে এই চক্রের আত্মসাত করা অর্থের পরিমাণ ১৫ হাজার কোটি টাকার মতো।

এখনো পি কে হালদার চক্রের অর্থ আত্মসাতের নতুন নতুন ঘটনা জানতে পারছে দুদক। নিত্য নতুন কৌশল আর ধূর্ততায় সিদ্ধহস্ত পি কে হালদার চক্র আসলেই কত টাকা আত্মসাৎ ও পাচার করেছে তা সঠিকভাবে বলতে পারছেন না তদন্তকারীরা। এখন পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে পি কে হালদার চক্রের বিরুদ্ধে আরও ৫০টি মামলা করবে দুদক।

চক্রটির বিরুদ্ধে অভিযোগের এই ধারা অব্যাহত থাকলে মামলার সংখ্যা একশো ছাড়িয়ে যাবে বলেও ধারণা তদন্ত কর্মকর্তাদের।

জুন ০৪,২০২২ at ১৮:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দগ/রারি