চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

পাকিস্তানে চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এতে দেশটিতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তিনজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। পাকিস্তানে সম্প্রতি যৌন সহিংসতা বেড়েছে। বুধবার (১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রেলওয়ে পুলিশ প্রধান ফয়সাল শাহকার মঙ্গলবার বলেন, ২৫ বছর বয়সী ওই নারী দুই সন্তানের মা। গত সপ্তাহে তিনি ট্রেনটিতে ভ্রমণ করছিলেন। সে সময় ট্রেনের টিকেট চেকার তাকে প্রলুব্ধ করে একটি খালি বগীতে নিয়ে যান। এরপর সেখানে ওই চেকারসহ তিনজনে ধর্ষণ করেন।

তিনি বলেন, ঘটনাটি জানাজানি হলে পুলিশ সোমবার দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। তৃতীয় একজনকে মঙ্গলবার গ্রেফতার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাহাউদ্দিন জাকারিয়া এক্সপ্রেস নামের ট্রেনটি মুলতান থেকে পাকিস্তানের বৃহত্তম শহর করাচি যাচ্ছিল। এটির নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব একটি বেসরকারি কোম্পানির হাতে ছিল।

আরো পড়ুন:
বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের অবহেলায় ৫৮ শিক্ষার্থীর পড়ালেখা অনিশ্চিত
তারেক রহমানের স্ত্রী জোবায়দা পলাতক: আপিল বিভাগ

এমন বর্বর ঘটনা সামনের আসার পর বিভিন্ন মানবাধিকার সংস্থা, কর্মী ও জনসাধারণ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।

জুন ১,২০২২ at ২০:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাশি