৮৬৪০ কিলোমিটার হেঁটে হজ করবেন এক যুবক?

আধুনিক যোগাযোগব্যবস্থা তখন ছিল না ফলে বহু ভারতীয় হেঁটে হজ করেছেন। তবে সেই দিনগুলো ছিল খুবই কষ্টকর ও বিপদসংকুল। কিন্তু আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে উঠার এই সময়ে হেঁটে হজ করার ইচ্ছা করেছেন ভারতীয় যুবক শিহাব । মালাপ্পুরামের এই মুসলিম যুবকের বয়স ৩০ বছর।

২৮০ দিনে ৮ হাজার ৬৪০ কিলোমিটার পাড়ি দিতে পারবেন বলে মনে করছেন শিহাব। তিনি ২০২৩ সালে হজ পালনের ইচ্ছায় আগামী ২ জুলাই পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন।

ভারতীয় গণমাধ্যমকে শিহাব বলেন, ‘আমি হেঁটে মক্কায় যাওয়ার ইচ্ছা করেছি এবং প্রস্তুতি নিয়েছি। এখন আমি যাত্রা শুরু করতে প্রস্তুত। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আমি একজন সুস্থ মানুষ এবং দিনে আমি ২৫ কিলোমিটার হাঁটতে পারি। সুতরাং আমার হজযাত্রা শুরু করা আবশ্যক। আমার পরিবার, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ আমাকে সমর্থন করেছে। ’

আরো পড়ুন: কার্জন হল এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, ঢাবি ক্যাম্পাস উত্তপ্ত

পাথেয় হিসেবে শিহাব ১০ কেজি ওজনের একটি ব্যাগ সঙ্গে নেবেন, যাতে থাকবে একটি বিছানা, একটি ছাতা ও চার সেট কাপড়। তাঁর ধারণা তিনি মসজিদে বিনা পয়সায় থাকতে পারবেন এবং মানুষ তাঁকে আপ্যায়ন করবে। আট মাস আগে শিহাবের প্রস্তুতি শুরু হয়।

শিহাব বলেন, ‘হজযাত্রার জন্য আমার ভ্রমণ বীমার প্রয়োজন ছিল, যেন পথে কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক সাহায্য লাভ করি। এ ছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের ভিসার প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন আমাকে প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করেছেন। এখন আমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ’

আরো পড়ুন: অবৈধ সরকারকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে- রুহুল কুদ্দুস

শিহাবের আশা, ছয় দেশের সীমানা অতিক্রম করে তিনি ২০২৩ সালের হজে অংশগ্রহণ করতে পারবেন এবং আল্লাহ তাঁর দীর্ঘ পরিশ্রম কবুল করবেন। হজ পালন শেষে তিনি পরিশুদ্ধ হৃদয় হয়ে দেশে ফিরবেন। সূত্র : দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

মে ২৬,২০২২ at ১৬:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দনিইএ/জআ