লালমনিরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বহিষ্কার ৭২, গ্রেপ্তার ২

ফাইল ছবি।

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে ভুয়া পরীক্ষার্থীসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ‘ওএমআর শিট ‘ও ‘এনআইডি কার্ড’ সঙ্গে না রাখাসহ নানান অনিয়মের কারণে ৭২ জনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে একজন ভুয়া পরীক্ষার্থীসহ দুই জনের বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মামলা হয়েছে। আটক ভুয়া পরীক্ষার্থীসহ দুই জনকে ওই মামলায় শুক্রবার রাত ১টায় গ্রেপ্তার দেখানো হয়।

অপরদিকে প্রশ্নপত্র ‘মেঘনা সেট’ সংকটের কারণে ৩৯২ জন পরীক্ষার্থী এক ঘণ্টা দেরিতে পরীক্ষায় অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন কারণে পরীক্ষা দিতে উপস্থিত হননি তিন হাজার ৭০৮জন পরীক্ষার্থী।

আরো পড়ুন :
মসজিদের টাকা তোলা ও ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে পৃথক সংঘর্ষ, নিহত- ২
অসুস্থ মায়ের জন্য চাল কিনতে শিশুর শাক বিক্রি !

জেলার নিয়োগ পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই করে লালমনিরহাটের ৪৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভা এলাকার মোট ১৫ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীকে অনলাইনে প্রবেশপত্র দেওয়া হয়। এসব পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ৮০৭ জন পরীক্ষায় উপস্থিত হননি। একজন ভুয়া পরীক্ষার্থী, মোবাইলফোনে মেসেজ করে প্রশ্নপত্র বাইরে পাঠানোর চেষ্টাকালে একজন, ওএমআর শিট নিয়ে বাইরে যাওয়ায় ১৮ জন এবং এনআইডি কার্ড সঙ্গে না থাকার কারণে ৫২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে দুই জনকে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

এপ্রিল ২৩,২০২২ at ১৩:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রানি/রারি