রমজানে রূপচর্চায় হলুদের ব্যবহার!

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার,কামাচার, পাপাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস ও অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার নাম সাওম বা রোজা। ঈদুল ফিতর প্রত্যেক মুসলিমের জন্য একটি আনন্দ উৎসবের দিন। দীর্ঘ ১ মাস রমজান মাসে রোজা রাখার পর আসে এই দিনটি। এই দিনে ছোট, বড় সবাই আনান্দ উৎসবে মেতে ওঠে। বাড়তি আনন্দের জন্য চলুন একটু জেনে আসি ঘরোয়া রূপচর্চায় হলুদের ব্যবহার।

ঘরোয়া রূপটানে হলুদ অত্যন্ত জরুরি উপাদান। কিন্তু ব্যবহারের সঠিক পদ্ধতি জেনে রাখা ভাল। নাহলে ব্যবহারে ভুল হলেই বিপদ!

ত্বকে জেল্লা ফেরাতে হলুদ আর চন্দন লাগানোর প্রথা বহু যুগ ধরে চলে এসেছে। দই আর হলুদের ঘরোয়া রূপটান ব্যবহার করেন প্রিয়ঙ্কা চোপড়াও। ত্বকের যে কোনও সমস্যার জন্য হেঁসেলে লোকে আগে হলুদের খোঁজ করেন। হলুদ বহু ক্ষেত্রে দারুণ কাজও করে। কিন্তু লাগানোর সময়ে কিছু ভুলের কারণে হীতে বিপরীত হতে পারে। তখন ত্বকে নানা রকম সমস্যা বেড়ে যেতে পারে, র‌্যাশ পর্যন্ত বেরিয়ে যেতে পারে। কী ভুল জেনে নিন।

আরো পড়ুন: যে কারণে ৩২ বছর পর পর পরিবর্তন হয় রমজানের মৌসুম

কীসের সঙ্গে মেশাবেন: হলুদ আর দই বা হলুদ আর চন্দন মিশিয়ে ফেস প্যাক বানানোর চলই সবচেয়ে বেশি। তবে অনেকেই অহেতুক নানা ধরনের উপকরণ মিশিয়ে ফেলেন। হলুদ এমনিই ত্বকের নানা সমস্যার জন্য উপকারি। তার সঙ্গে বিনা কারণে একাধিক উপকরণ মেশাবেন না। কোনটা মিশে কি প্রক্রিয়া হবে আগে থেকে বোঝা মুশকিল।

অনেকক্ষণ রাখা: হলুদ বেশিক্ষণ রাখলে ত্বকে হলদে দাগ পড়ে যাবে। তাই ২০ মিনিটের মধ্যে প্যাক ধুয়ে তুলে ফেলুন। তবে মনে রাখবেন, যে কোনও ফেস প্যাকই ২০ মিনিটের বেশি রাখা ভাল নয়।

মুখ ভাল করে না ধোয়া: মুখে ফেস প্যাক লাগানোর পর অনেকেই ভাল করে ধুয়ে পরিষ্কার করেন না। কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। হলুদ বেশিক্ষণ ত্বকে থাকলে নানা রকম র‌্যাশ বেরোতে পারে।

এপ্রিল ১৩.২০২২ at ১৬:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আবপ/জআ